Header Ads

বৈশাখ, মোঃ সবুজ ইসলাম

বৈশাখ

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙ্গালির এক অন্যতম জাতীয় উৎসব । এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমন্ডিত । অবশা কালের যাত্রাপথ ধরে এর উৎযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে । সুদুর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল । প্রাচীন কৃষি সমাজের শীত কালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উৎযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল, ভাবা অসদত নয় এক সময় গ্রাম-নগর নির্বিশেষে বাংলার সব মানুষ সে হিন্দু-মুসলমান কি বৌদ্ধ কি খ্রিষ্টান হোক বংলা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিতে পরস্পরের বাড়িতে যাওয়া আসা শুভেচ্ছা । বনিময়ে খাওয়া-দাওয়া । নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব । মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিন গুলি থেকে সম্পুর্ণ সতন্ত্র হইয়ে এই দিনটি গৌরবমন্ডিত হয়ে উঠত ।

লেখকঃ মোঃ সবুজ ইসলাম

 ৬ষ্ঠ শ্রেণী, বির্ডার গার্ড পাবলিক স্কুল

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.