Header Ads

কবিতাঃ স্বরচিত


তোমার মাঝে
(মাসুদ রানা, ৬ষ্ঠ, নিলারাম স্কুল এন্ড কলেজ)
এমন কি আছে বলো তোমার মাঝে,
হৃদয় কেন বার-বার তোমাকে খোঁজে,
তুমি নএ কোন সকাল-সন্ধ্যা-দুপুর বেলা,
আশায় হৃদয় কেন তোমায়হজে সারা-বেলা

মা
(খাদিজ আক্তার তুলি, ৮ম, নিলারাম স্কুল এন্ড কলেজ)
দীপ্ত সূর্যের ক্ষীপ্ত ধ্বনি
চঞ্চলতার মোহ,
সব ফুরালেও ফুরাবে নাকো
মায়ের কোলের স্নেহ ।

সাগর পাণে চায়গো যেমন
নদীর স্রোতের ধার,
মায়ের মনের দৃষ্টি তেমনি
সকল অভাব হর,

প্রজাপতির ডানায় যেমন
ফুলের সুবাস লাগে,
মায়ের মুখটা দেখলে মনে
হাজারো স্বপ্ন জাগে।

রংধনু তার সাতটি রঙে
আকাশ যেমন রাঙায়,
মায়ের হাতের স্পর্শ তেমনি
সকল ব্যাথা জুরায়

সকালবেলা স্নিগ্ধ আলো
মায়ায় যেমন বাঁধে,
মায়ের আঁচলের পরশে তেমনি
সকল আধার কাটে

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.