Header Ads


১. পাউরুটির কারখানায়  ‍রুটিকে ফাঁপা করার জন‌্য কি ব‌্যবহার করা হয় ?
– ঈস্ট ।
২. জোনেটিক্স – এর জনক কে ?
– মেন্ডেল ।
৩. কোষের শক্তিধর (Power House) বলা হয় কোনটিকে ?
– মাইটোকন্ড্রিয়াকে ।
৪. ভাইরাস শব্দের অর্থ কি ?
– বিষ ।
৫. পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ কোনটি ?
– ফার্ম ।
৬. চিরহরিৎ উদ্ভিদ বলা হয় ?
– যাদের পাতা বিশেষ ঋতুতে ঝড়ে পরে না ।
৭.  যেসব উদ্ভিদ তাদের খাদ‌্যের জন‌্য অন‌্যের উপর নির্ভর করে তাদের বলা হয় ?
– পরজীবী ।
৮. বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদের নাম কি ?
– বৈলাম ।
৯. কোন উদ্ভিদ ইংরেজিতে ‘লুকিং গ্লাস ট্রি’ নামে অভিহিত ?
– সুন্দরী ।
১০. কমলালেবুতে কোন ধরনের এসিড থাকে ?
  • অ‌্যাসকরবিক এসিড ।
১১. কোন গাছের পাতা থেকে গাচ জন্মায় ?
  • পাথারকুচি ।
১২. চা-পাতায় কোন ভিটামিন থাকে ?
  • ভিটামিন বি-কমপ্লেক্স ।
১৩. যন্ত্রনা নিরাময়কারী মরফিন উৎপাদিত হয় কোন গাছ থেকে ?
  • পপি গাছ ।
১৪. কচুশাক বিশেষভাবে মুল‌্যবান যে  উপাদানের জন‌্য তা হলো ?
  • ক‌্যালসিয়াম লৌহ ।
১৫. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে ?
  • বাতাসের সাহায‌্যে পরাগ ঝড়ে পড়ে ।
১৬. জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ?
  • DNA .
  1. ক্রিকেট ব‌্যাট তৈরী করা হয় ?
– উইলো গাছের কাঠ থেকে ।
১৮. কুইনাইন পাওয়া যায় ?
  • সিনকোনা গাছের ছাল থেকে ।
১৯. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ?
  • ফনিমনসা ।
২০. প্রস্বেদন হয় সাধারণত ?
  • পাতায় ।
২১. শ্বসনে নির্গত হয় ?
– অক্সিজেন
২২. জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে, কারণ ?
  • এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী আছে ।
২৩. ক্লোরোফিল থাকে না ?
  • ছত্রাকে ।
২৪. মহাকা গবেশণায় খাদ‌্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব‌্যবহৃত হয় ?
  • ক্লোরেলা উদ্ভিদ ।
২৫. সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন পাওয়া যায় ?
  • পানি থেকে ।
২৬. উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ?
  • ফণিমনসা উদ্ভিদে ।
২৭. শ্বাসনে নির্গত হয়  – কার্বন ডাই-অক্সাইড ।
২৮. জীব ও জড়ের মধ‌্যে সংযোগ রক্ষাকারী হল ?
  • ভাইরাস ।
২৯. ব‌্যাকটেরিয়া ও প্রোটোজেয়া হচ্ছে ?
  • এককোষী ।
৩০. পাটের আঁশ ছাড়ানো, দধি ও এ‌্যালকোহল তৈরিতে কাজ করে ?
  • ব‌্যাক্টেরিয়া ।
৩১. শীতকালে প্রস্বেদন কম হয় ?
  • পাতা ঝরে যায় বেল ।
৩২. প্রস্বেদন সাহায‌্য করে – রস উত্তোলনে ।
৩৩. ব‌্যাক্টেরিয়া আবিস্কার করেন ?
  • লিওয়েন হুক ।
৩৪. ভাইরাস একটি – কোষহীন জীব ।
৩৫. কুইনাইন উৎপাদন করা হয় ?
  • গাছের বাকল থেকে ।
৩৬. সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ ত‌্যাগ করে ?
  • অক্সিজেন ।
৩৭. কফিতে অবস্থিত ক্ষারবস্তুর নাম ?
  • ক‌্যাফেইন ।
৩৮. আদা হচ্ছে এক ধরনের ?
  • ভূ – গর্ভস্থ কাণ্ড ।
৩৯. ফুল ফোটাতে সহায়তা করে যে হরমন ?
  • ক্লোরিজেন ।
৪০. পৃথিবীর সবচেয়ে লম্বা বৃক্ষ ?
  • জাইয়‌্যান্ট রেড ‍উড ।
৪১. যে জীবকোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাদের বলে ?
  • আদি কোষ ।
৪২. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায‌্য করে বায়ুর ?
  • নাইট্রোজেন ।
৪৩. পাটের সোনালী আঁশ উৎপন্ন হয় ?
  • ফ্লোয়েম তন্তু থেকে ।
৪৪. সবচেয় বেশিদিন ফল দেয় ?
  • নাসপতি গাছ ।
৪৫. ইরাটম হচ্ছে ?
  • উচ্চফলনশীল ধান ।
৪৬. ভাইরাস আবিস্কৃত হয় ?
  • ১৮৯২ সালে ।
৪৭. ব‌্যাকটেরিয়া আবিস্কৃত হয় ?
  • ১৬৭৫ খ্রি. ।
৪৮. সালোক – সংশ্লোষণের ফলে বাতাসে বেড়ে যায় ?
  • অক্সিজেনের পরিমাণ ।
৪৯. দ্বিপদ নামকরণের ভাষা ?
  • ল‌্যাটিন ।
৫০. জোয়ার ভাটার স্থালে ভাল জন্মে ?
  • ম‌্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ ।
৫১. সবচেয়ে বড় ফুল ?
Rafletia arnoldi .

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.