Header Ads

মোবাইল ফোন (রিফা তাসফিয়াহ হিমি, ৭ম শ্রেনি)


মোবাইল ফোন 
(রিফা তাসফিয়াহ হিমি, ৭ম শ্রেনি)

বিজ্ঞানীরা আজব জিনিস
করল আবিষ্কার,
অনেক দূরের কথা শুনি
নেই যে কোনো তার।
মুহূর্তেই কথাগুলো আদান-প্রদান হয়,
যখন খুশি যত খুশি হয় মতবিনিময়।
বাজার-ঘাটে কোথায়

যাবে নিতে পার সাথে,
রাখতে পার সবখানেতে
পকেট কিংবা হাতে।
কথা ছাড়াও পেতে পার
অনেক সুবিধা,
এলাম আরো ক্যালকুলেটর বিনামূল্যে সদা।
বার্তা লিখে পাঠাতে পার
যখন প্রয়োজন,
দূরকে নিকট করল আজি
আজব মোবাইল ফোন।

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.