Header Ads

স্বরচিত কৌতুকঃ মুসলিমা আক্তার মনিষা

আমার বোন সুমাইয়া সিদ্ধান্ত নিল যে গ্রামের অশিক্ষিত লোকদের পড়াশোনা শেখাবে।
তাই সে গ্রামের লোকদের ডেকে পড়াচ্ছে- ‘A’ for Apple, ‘B’ for Boll, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না।তখন সুমাইয়া চিন্তা করে একটা উপায় বের করল।
সুমাইয়া পড়তে লাগল এভাবে -
‘A’ for
আয়শার মা, ‘B’ for বল্টুর মা, ‘F’ for ফিরোজের মা, ‘M’ for মুন্নির মা, ‘R’ for রিনীর মা,T for তুলির মা...
একদিন সুমাইয়া ভাবলো এদের পরিক্ষা নেয়া যাক। সে বোর্ডে ‘W’ লিখে একজনকে বলল বলতো এটা কি? তখন সে উত্তর দিল, আপা দেখে তো মনে হচ্ছে মুন্নির মা উল্টে পারে আছে।


(মুসলিমা আক্তার মনিষা) কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

No comments

বড় মাছটি তোমার, জান্নাতি ফেরদৌসী জাকিয়া

বড় মাছটি তোমার ) জান্নাতি ফেরদৌসী জাকিয়া ( এক ছিল কৃষক। সে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো যে তার স্ত্র...

Powered by Blogger.